Header Ads

পাইকগাছায় বোর আবাদ ও মৎস্য ঘের জবর দখলের হুমকি:থানায় অভিযোগ।

 


পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় সিলেমানপুর মৌজায় বোর আবাদ ও মৎস্য ঘের জবর দখল সহ নানাবিধ হুমকি দেয়ার ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে । ভুক্তভোগী প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার সিলেমানপুর গ্রামের জিয়াউদ্দিন গাজী জিবিত থাকা কালীন তাঁর পুত্র তসলিমু্র রহমান কে ২০১৭ সিলেমানপুর মৌজায় এস এ ৮৪ খতিয়ান থেকে ৮বিঘা জমি ৫ বছর মেয়াদি ২০২২ সাল পর্যন্ত লীজ ডিড দেয়। তাসলিমুর রহমান তার কয়েক দিন পর একোই গ্রামের মৃত মিনাজ গাজীর পুত্র শামছুর রহমান কে ৫মেয়াদী লীজ ডিড দেয়। সেই লীজ ডিড মোতাবেক বিগত ৪ বছর বোর আবাদ ও মৎস্য ঘের পরিচালনা করে আসছে।তাসলিমুরের পিতা জিয়াউদ্দিন গাজী ইতো মধ্যে মারা গেলে জিয়া উদ্দিনের ৪ পুত্রের মধ্যে আঃ হালিম শামছুর রহমানের ৯/৩/২২ তারিখ সকালে বোর আবাদ ও মৎস্য ঘের জবর দখল সহ জান মালের ক্ষতি করার হুমকি দেয়।এ ঘটনায় শামছুর রহমান বাদী হয়ে ১০/৩/২২ তারিখে আঃ হালিমের নামে পাইকগাছা থানায় অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর ১১/৩/২২ তারিখ থেকে থানার এ এসআই সাজ্জাদ হোসেন তদন্তে শুরু করে।সিলেমানপু্র গ্রামের আঃ গনি(৭৫)ও মোহাম্মদ আলী (৭০) জানান,এ ঘেরটি ৪ বছর যাবৎ শামছুর রহমান বোর আবাদ ও মৎস্য ঘের করে আসছে। অভিযুক্ত আঃ হালিম বলেন আমি হারীর টাকা পাচ্ছি না, শামছুর রহমান কে চাপ প্রয়োগ করলে আমি হারীর পাবো,তাই এই চাপ প্রয়োগ মাত্র, দখল করার উদ্যোশ্য না। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এ এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন ও গোপনে তদন্ত করে সত্যতা পান বলে জানান।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.