Header Ads

পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি : অবশেষে নির্মিত হতে যাচ্ছে পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর বিশেষ বরাদ্দ থেকে এ বাঁধ নির্মাণ করা হবে। শিবসা ব্রীজ থেকে থানা পর্যন্ত ১ কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হলে মৎস্য আড়ৎদারী মার্কেট, পোনা ব্যবসায়ী সমিতি, চিংড়ী বিপণন কেন্দ্র, থানা ও পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। উল্লেখ্য শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর উপচে পড়া পানিতে প্রতিনিয়ত এসব এলাকা প্লাবিত হয়। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্¦ আক্তারুজ্জামান বাবু। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা এসএম রেজাউল হক, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি মোঃ জাকির হোসেন, এমএম আজিজুল হাকিম ও ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.