Header Ads

পাইকগাছা উপজেলা ও পৌর যুবদলের বিবৃতি

যুবদ‌লের না‌মে ফেক অাই‌ডি

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :“যুবদল পাইকগাছা উপজেলা” নামে ফেক ফেসবুক আইডি খুলে কে বা কারা উপজেলা যুবদল নেতৃবৃন্দকে জড়িয়ে বিভিন্ন ধরণের অপপ্রচার উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ পোষ্ট করে সংগঠনের নেতৃবৃন্দের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। গত ২০ মার্চ পাইকগাছা উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইমরান সরদারকে জড়িয়ে একটি বিভ্রান্তিকর পোষ্ট করা হয়। এ ঘটনায় কাউন্সিলর বাদী হয়ে থানায় জিডি করেছে। অপরদিকে এ ঘটনার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, পৌর আহবায়ক জিএম রুস্তম, আনারুল ইসলাম, এসএম মোহর আলী, সোহেল রাশেদ সনি, মীর বাবু, আজাহারুল গাজী, ইকবাল হোসেন, আজাহারুল সানা, আকিজ উদ্দীন বিশ^াস, রাসেল মীর, রবিউল ইসলাম, রাসেল হোসেন রাজা, আমিনুল ইসলাম বজলু, হারুন অর রশিদ গাজী, শেখ জহিরুল ইসলাম বাবু, রায়হান পারভেজ টিপু, আরিফ আহম্মেদ হাজরা, আবু তালেব, আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, সিজার বাবু, আব্দুর রাজ্জাক, আশিকুর রহমান, মনিরুজ্জামান মনি, বিপ্লব কুমার, সেলিম জাহাঙ্গীর, আক্তারুল ইসলাম, আছাবুর, সামাদ, আজিজুর গোলদার, আলতাফ, নজরুল, আলম, জাফর, মাসুদ, শফিকুল, কামরুল ও কবির

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.