যাত্রী-যানবাহন নিয়ে পাটুরিয়ায় ফেরিডুবি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য এ তথ্য জানিয়েছেন।
পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ফেরিটি ডুবে উল্লেখ করে তিনি আরও বলেন, তবে হতাহত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফেরিটিতে কাভার্ড ভ্যান ও পিকআপ ছিল।
আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট কাজ করছে। ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
কোন মন্তব্য নেই