Header Ads

নালিশী জমি নিয়ে ক্লাব ও বন্দোবস্ত গ্রহীতার মধ্যে বিরোধ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছার রাড়–লী শ্রীকণ্ঠপুর এলাকার নালিশী জমি নিয়ে আবারো বিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার সকালে নালিশী জমি বন্দোবস্ত গ্রহীতা দখল বুঝে নিয়েছে, অপরদিকে ক্লাবের জমি জনৈক ব্যক্তি ও তার লোকজন দখল করে নিয়েছে দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন। ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম  আজাদ বলেন, কুলে শ্রীকণ্ঠপুর মৌজায় জনৈক খালেক মোড়ল এক একর সম্পত্তি বন্দোবস্ত সূত্রে প্রাপ্ত হয়। উক্ত সম্পত্তির আংশিক অংশ কয়েক বছর আগে স্থানীয় ক্লাবের ছেলেরা জবর দখল করে নেয়। উক্ত সম্পত্তি খালেক মোড়লের নামে রেকর্ড হয়েছে। মঙ্গলবার সকালে উক্ত সম্পত্তি খালেক মোড়ল তার দখল বুঝে নেয়। অপরদিকে আইনুদ্দীন স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম বলেন, নালিশী জমি আমার পিতা মৃত ফকির আলী গাজী ও কাশেম আলীর নামে রেকর্ড রয়েছে। উক্ত সম্পত্তি আমাদের স্মৃতি সংসদের নামে দেওয়ায় ২০১৭ সাল থেকে নালিশী সম্পত্তি আমরা স্মৃতি সংসদের পক্ষ থেকে ভোগ দখল করে আসছি। মঙ্গলবার সকালে কতিপয় ব্যক্তিরা ঘেরা দিয়ে নালিশী সম্পত্তি দখল করে নিয়েছে। এদিকে এমন খবর পেয়ে রাড়–লী ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.