Header Ads

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে শোক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রমাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ ইব্রাহীম, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম ও আজহার আলী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, প্রভাষক ময়নুল ইসলাম ও সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, শিক্ষার্থী আসির ফয়সাল ও মুসফিকু জান্নাত মৌসী। আওয়ামীলীগনেতা রতন ভদ্রের সভাপতিত্বে গদাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, আমিরুল ইসলাম, মোসলেম উদ্দীন, শেখ সোহরাওয়ার্দ্দী ও শেখ মাসুদুর রহমান। ছাত্রলীগনেতা আজমল হোসেন জুয়েলের সভাপতিত্বে হরিঢালী-কপিলমুনি ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ আফসার আলী, রতন ভদ্র, যুগোল কিশোর দে, সরদার গোলাম মোস্তফা, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, এ্যাডঃ সমীর বিশ্বাস, সাধন ভদ্র, আব্দুর রাজ্জাক রাজু, মোসলেম উদ্দীন ফকির, শেখ কবিরুল ইসলাম কবির, সরদার জালাল উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তানজীম মোস্তাফিজ বাচ্চু। চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সোলাদানা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। বক্তব্য রাখেন, পঞ্চানন সানা, তপন কুমার বাইন, সঞ্জয় কুমার সরদার, নির্মল মন্ডল, সুভাষ রায়, রউফ বিশ্বাস ও বিনয় মন্ডল। প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে শহীদ গাজী শামছুর রহমান স্মৃতি সংসদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রজিত রায়, সাইদুর রহমান, জিয়াউর রহমান, শহিদুল গাজী, শাহাদাৎ হোসেন, রিফাত, হাসান, শফিয়ার রহমান, সবুর ও সামাদ গাজী। ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে  দেলুটি ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউপি সচিব, ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগনেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.