Header Ads

পাইগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী ও ইউপি চেয়ারম্যানকে আসামী করে মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলাটি দায়ের করেন ভিকটিম গৃহবধূ তানজিলা খাতুন। গত শনিবার মামলাটি থানায় নথিভূক্ত করা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলা চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের শেখ আবু বক্কর সিদ্দিকীর মেয়ে তানজিলা খাতুন (৩০) কে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৫ জুলাই তার প্রাক্তন স্বামী বিষ্ণপুর গ্রামের মোসাল উদ্দীন সরদারের ছেলে আলমগীর হোসেন সরদার (৩৫) ধর্ষণ করে। এই কাজে চাঁদখালী ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু পরোক্ষভাবে সহযোগিতা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গৃহবধূ তানজিলা আলমগীর হোসেন ও ইউপি চেয়ারম্যান জোয়াদুর রসুলকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আদালত খুলনায় মামলা দায়ের করেছে। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ধর্ষণের ঘটনাটি রহস্যময়, এমনকি রহস্যের প্রমাণও রয়েছে। তবে তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.