Header Ads

স্বাধীনতা সংগ্রাম, দেশের উন্নয়ন ও অগ্রগতি সহ প্রতিটি ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-এমপি নূরুল হক

পাইকগাছা প্রতিনিধি :
জাতীয় হিন্দু মহাজোটের অভিষেক অনুষ্ঠানে এমপি নুরুল হক
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক বলেছেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের উন্নয়ন ও অগ্রগতি সহ প্রতিটি ক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সনাতন ধর্মের মানুষ সব সময় আওয়ামীলীগকে সমর্থন করে এবং ও নৌকা প্রতীকে ভোট দেয়। এ জন্য সনাতন ধর্মাবলম্বী মানুষ মহান মুক্তিযুদ্ধে যেমন স্মরণার্থী হয়েছিল, তেমনি স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিএনপি-জামাত সমর্থিত সরকারের সময় নির্যাতিত হয়েছে। আওয়ামীলীগ ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে দেশ পরিচালনা করে এ জন্য আওয়ামীলীগ সরকারের সময় সনাতন ধর্মাবলম্বী সহ সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। তিনি শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাইকগাছা উপজেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সংগঠণের উপজেলা সভাপতি এ্যাডঃ শিবুপ্রসাদ সরকারের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় হিন্দু মহাজোট খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, হিন্দু মহাজোটের জেলা নির্বাহী সভাপতি এ্যাডঃ রামকৃষ্ণ বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি রতন ভদ্র, মধুসদন সরকার, মিহির কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডঃ অসিত বরণ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক, সুশান্ত বাগচী, আইনজীবী মহাজোটের জেলা সভাপতি এ্যাডঃ সমর কুমার মন্ডল, মহিলা মহাজোটের জেলা সভাপতি শ্যামলী মিস্ত্রী, সাধারণ সম্পাদক শিপ্রা শিকদার, চিত্রা নন্দী। মহাজোটের উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সহকারী অধ্যাপক সুধাংশু মন্ডল, অসীম রায় চৌধুরী, পঞ্চানন চক্রবর্তী, বিজন বিহারী সরকার, গোলক বিহারী মন্ডল, প্রকাশ ঘোষ বিধান, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, এ্যাডঃ প্রিতিষ চন্দ্র মন্ডল, প্রভাষক কুমারেশ মন্ডল, চিত্তরঞ্জন মন্ডল, তপন কুমার পাল, শংকর মন্ডল, সৌরভ রায়, শ্যামলী দেবনাথ, রিনা রাণী রায়, অর্পণা সাহা, বিবেকানন্দ ধর, দুলাল চন্দ্র মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, অমৃতা সাহা নিশা ও স্বপন সরকার।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.