Header Ads

পাইকগাছায় অনার্স পড়ুয়া গৃহবধু সোনালী মৃত্যুর ১৫ দিন পর হত্যা মামলা দায়ের : স্বামী ও শ^শুর শোন এ্যারেস্ট

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অনার্স পড়ুয়া গৃহবধুর মৃত্যুর ১৫ দিন পর থানায় হত্যা মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে গত মঙ্গলবার নিহত সোনালীর পিতা বাদী হয়ে মৃতের স্বামী, দেবর, শ^শুর ও শ^াশুড়িকে আসামী করে পাইকগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জেলহাজতে থাকা স্বামী ও শ্বশুরকে শোন এ্যারেস্ট দেখিয়েছে।
    মামলা ও প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার হিতামপুর গ্রামের বাবুলাল বিশ^াসের ছেলে রবিন বিশ^াসের সাথে ডুমুরিয়া উপজেলার নিতাই বিশ^াসের মেয়ে ও বি,এল বিশ^বিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনালী বিশ^াস (২০) এর গত ৫ জুলাই আনুষ্ঠানিক বিয়ে হয়। এর আগে প্রেমজ সম্পর্কের সূত্র ধরে ৬ আগস্ট’২০১৪ তারিখে তাদের মধ্যে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে হয়। পরিবারের অগোচরে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠলে গর্ভবতী হয় সোনালী। ২০১৭ সালের এপ্রিল মাসের দিকে রবিন সোনালীর ইচ্ছার বিরুদ্ধে তার গর্ভপাত ঘটিয়ে সন্তান নষ্ট করে। পরে দু’পরিবার বিষয়টি জানতে পেরে চলতি বছরের ৫ জুলাই আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দেন। এরপর সোনালীর শ^শুর-শ^াশুড়ি যৌতুকের দাবীতে বিভিন্ন সময়ে সোনালীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। সর্বশেষ গত ২৮ আগস্ট সকালে স্বামী, শ^শুর ও শ^াশুড়ি সোনালীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শ^শুর বাড়িতেই সোনালীর মৃত্যু হয়। এ সময় শ^শুর বাড়ির লোকজন সোনালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার দেয়। পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোনালীর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং মৃত্যুটি রহস্যজনক হওয়ায় একই দিন সোনালীর স্বামী রবিন বিশ^াস (২৭) ও শ^শুর বাবুলাল বিশ^াস (৫৫) কে আটক করে জেলহাজতে পাঠায়। এদিকে, ময়না তদন্তের রিপোর্টে আঘাতের চিহ্ন উল্লেখ থাকায় গত ১১ সেপ্টেম্বর নিহত গৃহবধু সোনালীর পিতা নিতাই বিশ^াস (৫০) বাদী হয়ে স্বামী রবিন বিশ^াস, দেবর প্রবীর বিশ^াস (২৪), শ^শুর বাবুলাল বিশ^াস ও শ^াশুড়ি সুমিত্রা বিশ^াস (৫০) কে আসামী করে থানায় হত্যা মামলা করেছে, যার নং- ৩০। উল্লেখ্য, সোনালী মৃত্যুর কয়েকদিন পূর্বে তার কাকাতো ছোট ভাই মিঠুর ফেসবুক মেসেঞ্জারে “প্রেম করে বিয়ে করা বড়ই ভুল হয়েছে এবং আমার মৃত্যু হলে স্বামী রবিনই দায়ী থাকবে, তোরা তাকে জেলের ভাত খাওয়াবী।” এ ধরণের কথা লিখেছিল। বর্তমানে সোনালীর স্বামী ও শ^শুর জেলহাজতে রয়েছে। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, ময়না তদন্তের রিপোর্ট ও গুরুত্বপূর্ণ কিছু আলামতের ভিত্তিতে সোনালীর পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছে। যার ফলে অপমৃত্যু মামলার ফাইনাল দেয়া হয়েছে। এছাড়া জেলহাজতে থাকা স্বামী ও শ^শুরকে হত্যা মামলায় শোন এ্যারেস্ট দেখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.