Header Ads

পাইকগাছায় মন্দির কমিটির সভাপতির বিরুদ্ধে পানির ট্যাঙ্ক আত্মসাৎ করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় হিতামপুর শীতলা মন্দির কমিটির সভাপতির বিরুদ্ধে মন্দিরের অনুকূলে বরাদ্দকৃত পানির ট্যাঙ্ক আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী ও মন্দির কমিটির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়নের হিতামপুর মালোপাড়া শ্রীশ্রী শীতলা মন্দিরের অনুকূলে ৩ হাজার লিটার ধারণ ক্ষমতার একটি পানির ট্যাঙ্ক বরাদ্দ দেন। মন্দির কমিটির সভাপতি অজিত বিশ্বাস ট্যাঙ্কটি মন্দিরে প্রদান না করে নিজের বাড়িতে স্থাপন করেছেন বলে অভিযোগে উলে­খ করা হয়েছে। বিষয়টি মন্দির কমিটির লোকজন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানকে অবগত করলে চেয়ারম্যান বিষয়টি মিমাংশা করার চেষ্টা করে ব্যার্থ হন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন মন্দির কমিটির সদস্য বৃন্দ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.