Header Ads

পাইকগাছার পাতড়াবুনিয়ার ৩ কিলোমিটার কাঁচা রাস্তার কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে এলাকাবাসী

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়ার ৩ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য যাতায়াতে চরম ভোগান্তিতে রয়েছে এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত পাঁকা করণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সূত্রমতে, উপজেলার অবহেলিত ইউনিয়ন গুলোর মধ্যে গড়ইখালী অন্যতম। নদী-খাল বেষ্ঠিত সুন্দরবন ঘেষা এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা এখনও অনুন্নত রয়েগেছে। বিশেষ করে অভ্যন্তরিন সড়কগুলো বেশিরভাগ এখনো কাঁচা রয়েছে। যার মধ্যে পাতড়াবুনিয়া সড়ক অন্যতম। গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন হলেও স্বাধীনতার গত প্রায় অর্ধশত বছরেও এ সড়কটিতে এখনো ইটের ছোঁয়া লাগেনি। রেজাউল সরদারের বাড়ী ও পাতড়াবুনিয়া সরদার বাড়ী হতে চৌমুহনী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক এখনো কাঁচা রয়েছে। এলাকার ঐতিহ্যবাহী মিনহাজ নদী এক সময় অত্র এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। নদীপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সড়ক পথই এলাকাবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। ফলে সড়কটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে যাতায়াতে চরম ভোগান্তি পেতে হয় এলাকাবাসীকে। একদিকে নদী পারাপার অন্যদিকে অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা হওয়ায় যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজ পড়–য়া ছেলে-মেয়েরা। খড়িয়া বাসাখালী গ্রামের কলেজ ছাত্রী লতা মন্ডল জানান, প্রতিদিন কলেজে যেতে কয়েক ঘন্টা পথে ঘাটেই চলে যায়। অনেক সময় খেঁয়ার জন্য ঘন্টারপর ঘন্টা অপেক্ষা করতে হয়। আবার খেঁয়া পার হতে পারলেও বর্ষা হলে কাঁচা রাস্তা পাড়ি দিয়ে কলেজে যেতে কয়েক ঘন্টা লেগে যায়। এতে আমরা বেশিরভাগ শিক্ষার্থীরা ঠিকমত স্কুল কলেজে যেতে পারিনা। পড়াশুনাও মারাত্মকভাবে ব্যাহত হয়। পাতড়াবুনিয়া গ্রামের রউফ বিশ্বাস জানান, সড়কের বেহাল অবস্থার কারণে এ রাস্তা দিয়ে কোন যানবাহন চলাচল করে না। অথচ এটি অত্র এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়ক। ফলে একদিকে যেমন যাতায়াতে ভোগান্তি হয়, অপর দিকে বিভিন্ন মালামাল মাথায় করে আনা-নেওয়া করতে হয়। এলাকাবাসীর দাবী দ্রুত সড়কটির যথাযথ উন্নয়ন করা হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, সড়কটির উন্নয়নে ইতোমধ্যে সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের নিকট তালিকা প্রেরণ করা হয়েছে। এমপি মহোদয়ের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে সড়কটির পাঁকা করণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় এ জনপ্রতিনিধি।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.