Header Ads

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে জমি জবর দখলের অভিযোগ

পাইকগাছা  প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষ দুই ভাইয়ের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জমির মালিক প্রশান্ত বৈরাগী। উপজেলার দেলুটি ইউপি’র মধুখালী গ্রামের মৃত অনীল বৈরাগীর ছেলে প্রশান্ত বৈরাগী জানান, ডুমুরিয়ার সরাপপুর গ্রামের মৃত মুজিবর শেখের ছেলে আমিনুল ইসলাম ও আমার নামে মধুখালী গ্রামের মৃত ফুলচাঁদ বৈরাগীর ছেলে প্রতাপ চন্দ্র বৈরাগীর নিকট থেকে ২০০০ সালে ৫১৯৯ নং কোবলা দলিল মুলে ১.৩৯ একর জমি ক্রয় করি। যার মধ্যে মধুখালী মৌজায় এসএ ১৮৪ সহ বিভিন্ন দাগে ১.৩১ একর ও রাধানগর মৌজায় এসএ ৪৬ ও ৪৮ দাগে ০.৮ একর। এর মধ্যে মধুখালী মৌজার ৩১ শতক জমি নিয়ে প্রতিপক্ষ জগদীশ বৈরাগীর সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বর্তমানে উক্ত জমির দখল নিয়ে একই এলাকার গগন মন্ডলের দুই ছেলে বিরুপক্ষ ও বিকাশ মন্ডলের সাথে বিরোধ চলছে। এ নিয়ে দেলুটি ইউপি চেয়ারম্যানের নিকট বিষয়টি নিরসনের জন্য বিচারাধীন রয়েছে। চেয়ারম্যান দুই পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। চেয়ারম্যানের এ নির্দেশনা উপেক্ষা করে বিরু ও বিকাশ’রা পেশি শক্তির বলে গত ৫ দিন আগে নালিশী সম্পত্তি জবর দখল করে জোরপূর্বক ধান রোপন করেছে। নালিশী সম্পত্তি উদ্ধার পূর্বক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন প্রশান্ত ও তার পরিবার।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.