Header Ads

পাইকগাছায় আ’লীগ নেতার বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসংঘ ও লাইব্রেরীর নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :
খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা আইনউদ্দিনের নামে স্মৃতিসংঘ ও লাইব্রেরীর নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। শহীদ আইনউদ্দিন স্মৃতি সংঘ ও লাইব্রেরীর সভাপতি ও এলাকার জনপ্রতিনিধি স্থানীয় সংসদ সদস্যের কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসুত্রে জানা যায়-উপজেলার রাড়ুলী ইউপি’র শ্রীকন্ঠপুর গ্রামে জন্ম শহীদ মুক্তিযোদ্ধা আইনউদ্দিনের। এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষনের জন্য কপোতাক্ষ নদীর পাশে দানকৃত জমিতে এই শহীদ মুক্তিযোদ্ধার নামে একটি স্মৃতিসংঘ ও লাইব্রেরী স্থাপনের কাজ শুরু করে, যা স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধারা বিষয়টি অবহিত আছেন। কিন্তু নির্মান কাজের মাঝপথে স্থানীয় আরশাদ আলী বিশ্বাস নামে এক আওয়ামীলীগ নেতা উক্ত মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত স্মৃতিসংঘ ও লাইব্রেরীর নির্মাণকাজ বাধা প্রদান করার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধার স্মৃতি সংরক্ষনে আওয়ামীলীগ নেতার কর্মকান্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ বিষয়ে স্থানীয় এমপি আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য নির্দেশ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.