Header Ads

পাইকগাছায় নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী আটক; ককটেল ও জিহাদী বই উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থানা পুলিশ নাশকতার অভিযোগে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে। ঘটনাস্থল থেকে আটকের সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, বিপুল পরিমাণ জিহাদী বই, ল্যাপটপ ও মটরসাইকেল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে জামায়াতের নেতাকর্মীরা কচুবুনিয়া এলাকায় লিজ ঘেরের বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ অভিযান চালালে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ নেতা এবং পরবর্তীতে পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের ঝর্ণা বেগমের দ্বিতল ভবন থেকে আরও ৬ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুস সালাম, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মুনায়েম, শিবির নেতা আল আমিন, ইসমাইল, ইসহাক, মুজাহিদ, মহিবুল ও এনামুল। এ সময় ঘটনাস্থল থেকে ককটেল, জিহাদী বই, ল্যাপটপ, মটরসাইকেল ও জাতীয় নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী জানান, এ ঘটনায় এসআই নাজমুল বাদী হয়ে আটককৃত সহ ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ১৫, তাং- ০৬.১০.১৮ ইং।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.