Header Ads

পাইকগাছায় ১৮ হাত মা দুর্গার ছবি দিয়ে পোষ্টারিং করায় আবারও বিতর্কে কামরুল গাইন

বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছায় আবারও বিতর্কে জড়িয়ে পড়েছেন গড়ইখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামরুল ইসলাম গাইন। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৮ হাত সম্বলিত মা দুর্গার ছবি দিয়ে এলাকায় প্যানা ও পোষ্টারিং করায় এ বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সর্বশেষ বিষয়টি নিয়ে সোমবার উপজেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত পূজা মন্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠানে তোড়পাড় সৃষ্টি হয়।
সরেজমিন গিয়ে দেখাযায়, গড়ইখালী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কামরুল ইসলাম গাইন স¤প্রতি এলাকাবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এলাকায় পোষ্টারিং করেছেন। পোষ্টারে তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের পক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি প্যানা ও পোষ্টারের উপরে ১৮ হাত বিশিষ্ট মা দুর্গার ছবি দিয়েছেন। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বেশিরভাগ সনাতন ধর্মালম্বীদের মতে শারদীয় দুর্গা পূজায় ১০ হাত বিশিষ্ট মা দুর্গার ছবি রাখা উচিত। এ ক্ষেত্রে কামরুল গাইন যেটা করেছেন সেটা অনেকটাই সঠিক হয়নি। আবার অনেকেই মনে করছেন, মা দুর্গার অনেকগুলো রূপ রয়েছে। যার মধ্যে ১৮ হাত বিশিষ্ট মহাল²ী দুর্গাও রয়েছে। বিষয়টি নিয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান শনিবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এর সমাধান দাবী করেন। রোববার বিষয়টি নিয়ে গড়ইখালী ইউনিয়ন পরিষদে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার তার বক্তব্যে এ ঘটনার নিন্দা জানিয়ে আগামী জাতীয় সংসদকে সামনে রেখে কোন কুচক্রী মহল যাতে কোন ধর্মের প্রতি অবমাননা করতে না পারে এ জন্য তিনি সবাইকে শতর্ক থাকার পরামর্শ দেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন অনুষ্ঠানের বক্তারা। বিষয়টি জানতে চাইলে কামরুল ইসলাম গাইন বলেন, এটা প্রিন্ট করার সময় প্রেস থেকে ভুলক্রমে ছাপা হয়েছে। বিষয়টি জানার পরপরই যে সব স্থানে প্যানা টাঙ্গানো ছিল তা নামিয়ে ফেলানো হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানান, বিষয়টি না জানার কারণে ভুল হয়েছে বলে কামরুল গাইন পূজা উদযাপন পরিষদের কাছে ক্ষমা চেয়েছে এবং সাথে সাথে প্যানাগুলো নামিয়ে ফেলেছে।

1 টি মন্তব্য:

  1. আমাদের দক্ষিন অঞ্চলে ব্যাপক মাদকের ছড়াছড়ি, এটা নিয়ন্ত্রণ না করতে পারলে যুব সমাজ ঝুকির সম্মুখীন হবে।

    উত্তরমুছুন

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.