Header Ads

পাইকগাছায় বাসের ধাক্কায় নিহত ১ আহত ২

প্রতিনিধি।। পাইকগাছা উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহাত হয়েছেন। পাইকগাছা থানার সেকেন্ড অফিসার মোঃ হাবিবুল বাসার বলেন, পাইকগাছা উপজেলার গদাইপুর বাজারে বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে পাইকগাছা-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু মোড়ল (২৮) এর বাড়ি খুলনা জেলার পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের মোঃ হাবিব মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় মোটরসাইকেল চালক।
সুত্রেমতে নিহত বাবু মোড়ল মোটরসাইকেলে দু'জন লোক নিয়ে পাইকগাছা দিক থেকে চলিয়ে যেয়ে গদাইপুর বাজারে মোড়ের কাছে রাস্তার পাশে দাড়িয়ে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন, এমন সময় পাইকগাছা দিক থেকে ছেড়ে আসা একটি বাস পিছন দিক থেকে এসে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাসের সামনে বাদিয়ে টেনে ঘষতে-ঘষতে প্রায় ১৫০ হাত দুরে নিয়ে যায় এবং সেখানে মোটরসাইকেলে থাকা তিন জন ছিটকিয়ে পড়ে। পরে স্থানিয় লোকজন আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে বাবু মোড়লের অবস্থ আশঙ্খা জনক হওয়ায় খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন, পরে খুলনায় নেওয়ার পথে পাইকগাছার শান্তির মোড় নামক এলাকয় পৌছালে এ্যামবুলেন্সের ভিতরে বাবু মারাযায়। এবং মোটরসাইকেলে থাকা অন্য দু' জনের তেমন কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে জানান স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার। তবে রাত গভির হওয়ায় নিহতকে পোষ্টমেটামে নেওয়া সম্ভব হয়নি। বর্তবানে নিহতকে গদাইপুর তার নিজ বাড়িতে রাখা হয়েছে। সকালে ময়না তদন্তের জন্য নেওয়া হবে এবং নিহতের মোটর সাইকেল ও ঘাতক বাস থানায় জব্দ করা হয়েছে বলে জানান থানা পুলিশ। এদিকে নিহত বাবুর এলাকায় অপমৃত্যুর কথা ছড়িয়ে পড়ায় এলাকা জুড়ে এক শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.