Header Ads

ওয়াটার এইড সুইডিশ প্রতিনিধিদের পাইকগাছা পৌরসভা ও নবলোকের ইসিআর ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা পৌরসভা ও নবলোকের ইসিআর ওয়াশ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও পাইপ লাইন প্রকল্পের নতুন উৎসের উদ্বোধন করেছেন ওয়াটার এইড সুইডিশ ও বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ। প্রতিনিধিরা বুধবার সকালে পৌরসভার সরল এলাকার কমিউনিটি ও পরিবার ভিত্তিক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশ কার্যক্রম পরিদর্শন করে। পরে দুপুরে সরল দীঘিরপাড়স্থ পাইপ লাইন প্রকল্পের নতুন উৎসের উদ্বোধন করেন। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওয়াটার এইড সুইডেনের প্রধান নির্বাহী সিসিলিয়া চক্রবর্তী মার্টিনসেন, পরিচালক মন্ডলীর সদস্য পারুল শর্মা, ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. খায়রুল ইসলাম, নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল, প্রোগ্রাম ম্যানেজার সুমন কান্তি নাথ। বক্তব্য রাখেন, পৌর সচিব লিয়াকত হোসেন, নবলোকের উপজেলা ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, শেখ মাহবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, কাজী নিয়ামুল হুদা কামাল, রবি শংকর মন্ডল, গাজী আব্দুস সালাম, সরবানু বেগম, কবিতা দাশ, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, ইমান আলী মাস্টার, জামিনুর ইসলাম ও মাহমুদা বেগম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.