Header Ads

পাইকগাছায় প্রতিপক্ষদের বিরুদ্ধে ভোগ দখলীয় সম্পত্তি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ফসলী জমির ভাগ বাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। কামাল হোসেন গংদের দীর্ঘদিন ভোগ দখলে থাকা সম্পত্তির ফসল নষ্ট করা সহ বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে প্রতিপক্ষ রুহুল আমিন গংরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী কামাল হোসেন গংদের পরিবার।
    প্রাপ্ত সূত্রে জানা গেছে, উপজেলার বিরাশী গ্রামের মৃত আব্দুল মজিদ মোড়লের ছেলে কামাল হোসেন, আবুল হোসেন, হারুনার রশিদ আনোয়ার ও মেঝো বৌমা পারভীন আক্তার সহ একই পরিবারের ৫জনের নামে বিরাশী মৌজায় ২৮২ খতিয়ানের ৭০৫ ও ৭০৬ দাগের ৫১ শতক জমির মধ্যে ০৮/০৪/২০০৪, ০৬/০৫/২০০৪ ও ০৫/০৫/২০১০ তারিখে একই এলাকার মৃত ইন্তাজ আলী মোড়লের ছেলে আব্দুল জলিল, আব্দুল কাদের, মোবারক মোড়ল ও মেয়ে আমেনা বেগমের নিকট থেকে ৩টি কোবলা দলিল মূলে ১৬ শতক জমি ক্রয় করে সরকারি রাস্তার সামনে থেকে উত্তর পাশে পূর্ব-পশ্চিম অংশের জমি ভাগ বাটোয়ারা করে নিয়ে  অদ্যাবধি ভোগ দখল করে আসছে। পাশের জমির মালিকদের প্রত্যেকের জমির সামনে সরকারি রাস্তা থাকার পরেও প্রতিপক্ষ রুহুল আমিন, মনছোপ মোড়ল ও করিম মোড়ল গংরা, কামাল হোসেন গংদের অংশ পশ্চিম মাথায় দেওয়ার জন্য দীর্ঘদিন পায়তারা ও ষড়যন্ত্র করে আসছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রতিপক্ষরা গত ৫ এপ্রিল কামাল হোসেন গংদের অংশের ফসল নষ্ট করে জবর দখল করার চেষ্টা করে। এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা কামাল হোসেন গংদের মারপিট করে আহত করে। এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষ মৃত আক্কাজ আলী মোড়লের ছেলে রুহুল আমিন মোড়ল, মনছোপ মোড়ল, মনছোপের ছেলে কবির হোসেন ও ইন্তাজ মোড়লের ছেলে করিম মোড়লকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১৬, তাং- ১৬/০৪/২০১৯ইং। মামলায় আসামীরা জামিন নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। যেকোন মুহুর্তে তারা কামাল হোসেন গংদের অংশে লাগানো কলা গাছ, অন্যান্য ফসল ও ফসল দেখভাল করার জন্য তৈরী করা ঘর ভেঙ্গে দিতে পারে এমন আশংকা করছেন বলে জানিয়েছেন কামাল হোসেন গংদের আবুল হোসেন মোড়ল। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন, ভূক্তভোগী পরিবার।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.