Header Ads

বৃটিশ এমপি রুশনারা আলীকে ডিসি সাবিনা ইয়াসমিনের নিজের লেখা কাব্যগ্রন্থ প্রদান

পাইকগাছা প্রতিনিধি :
বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলীকে নিজের লেখা কাব্যগ্রন্থ প্রদান করেছেন পাইকগাছার কৃতি সন্তান ও পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন মালা। তিনি গত বৃহস্পতিবার লন্ডনের এক মতবিনিময় সভায় এমপি রুশনারা আলীকে নিজের লেখা কাব্যগ্রন্থ “তীরনই” প্রদান করেন। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন মালা পাইকগাছা পৌর সদরের সরল গ্রামের (তৎকালীন গদাইপুর) শহীদ শেখ মাহাতাব উদ্দীন মনি মিয়ার মেয়ে। বর্তমানে তিনি পঞ্চগড়ের জেলা প্রশাসক হিসাবে কর্মরত রয়েছেন। সাবিনা ইয়াসমিন পেশায় প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হলেও কবি হিসাবে রয়েছে ব্যাপক পরিচিতি। এ পর্যন্ত তার ১৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে তিনি মাইকেল মধুসূদন পদক লাভ করেছেন। মন্ত্রী পরিষদ বিভাগের মনোনয়ন পেয়ে ২৬ সদস্যের প্রতিনিধি হিসাবে ১৬ জুন থেকে ৩০ জুন পর্যন্ত বৃটেনের সলেন্ ইউনিভার্সিটিতে প্রোজেক্ট ম্যানেজমেন্টের উপর অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য লন্ডন সফরে রয়েছেন। প্রশিক্ষণের পাশাপাশি সাবিনা ইয়াসমিন সহ প্রতিনিধি দলের সদস্যরা বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার ও এমপি রুশনারা আলী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.