Header Ads

পাইকগাছায় প্রথম বারের মতো ইউনি ব্লক দিয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব সড়ক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি  পাইকগাছায় প্রথম বারের মতো ইউনি ব্লক দিয়ে নির্মিত হচ্ছে পরিবেশ বান্ধব সড়ক। গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুরে দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব সড়কটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিইডি। ইতোমধ্যে সড়কের ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে একদিকে যেমন চলাচলে দৃষ্টিনন্দন সড়কটি মানুষের দৃষ্টি কাড়বে, তেমনি এ ধরণের পরিবেশ বান্ধব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে পরিবেশ দূষণ রোধ সহ উন্নয়ন কাজে ইটের ব্যবহার কমে আসবে।

উল্লেখ্য, ২০২৫ সালের পর উন্নয়ন কাজে পোড়া মাটির ইটের ব্যবহার কমিয়ে আনতে সরকারি উন্নয়ন পরিকল্পনা রয়েছে। সে লক্ষেই ইটের ব্যবহার ছাড়াই বালু এবং পাথরের তৈরী ইউনি বøক দিয়ে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রথম বারের মতো উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সামনে থেকে হিতামপুর সাধু খাঁ পাড়া অভিমুখে ৪৩১ মিটার দৈর্ঘ্যরে পরিবেশ বান্ধব ইউনি বøক সড়ক নির্মাণ করা হচ্ছে। সড়কটির প্রস্থ ২.৭ মিটার। সড়কটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ ৪৯ হাজার ৫১২ টাকা। নির্মাণ কাজ করছে পৌরসভার গোপালপুর গ্রামের আলাউদ্দীন গাজীর ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর উপজেলা এলজিইডি। পরিবেশ বান্ধব সড়ক প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, কোন ইটের ব্যবহার ছাড়াই অত্র উপজেলায় প্রথম বারের মতো বালু এবং পাথর দিয়ে তৈরী ইউনি বøক দিয়ে পরিবেশ বান্ধব সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে সড়কের ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে সড়ক নির্মাণ কাজ শেষ হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, প্রতিটি উন্নয়ন কাজকে একদিকে যেমন টেকসই করার প্রয়োজন, তেমনি আমাদের পরিবেশ ও প্রকৃতি যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ রাখা উচিৎ। ইউনি বøক দিয়ে নির্মিত সড়কটি যেমন সকলের কাছে দৃষ্টিনন্দন মনে হবে, তেমনি পরিবেশ বান্ধব হবে। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার পরিবেশ বান্ধব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সে লক্ষে সরকার সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করছে। যার অংশ হিসেবে অত্র উপজেলায় এবারই প্রথম পরিবেশ বান্ধব সড়ক নির্মান করা হচ্ছে। এ ধরণের উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে অদূর ভবিষ্যতে সব ধরণের উন্নয়ন কাজে ইটের ব্যবহার বন্ধ হবে, আর ইটের ব্যবহার বন্ধ হলে পরিবেশ দূষণ রোধ হওয়ার পাশাপাশি কৃষি জমির উপর চাপ কমে আসবে। এতে উৎপাদনও বাড়বে। সবমিলিয়েই এখন থেকে প্রতিটি উন্নয়ন কাজকে টেকসই করার পাশাপাশি পরিবেশ বান্ধব করতে হবে বলে উপজেলা পরিষদের এ জনপ্রতিনিধি জানান

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.