Header Ads

পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ৫টি কেন্দ্র ও ৩টি ভেন্যু কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ১ হাজার ৭৮৯ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ হাজার ৭৬৯ পরীক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ২০ পরীক্ষার্থী। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ১৯০ পরীক্ষার্থীর মধ্যে ১৮৯ পরীক্ষার্থী উপস্থিত ছিল। সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস জানান, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২২৭ পরীক্ষার্থীর মধ্যে ২২৪ পরীক্ষার্থী উপস্থিত ছিল। অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার জানান, কপিলমুনি কলেজ কেন্দ্র ও কপিলমুনি হরিঢালী মহিলা কলেজ ভেন্যু কেন্দ্রে ৩৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৩৭৩ পরীক্ষার্থী উপস্থিত ছিল। অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ জানান, রাড়–লী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট ও কলেজ কেন্দ্র এবং রাড়–লী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ৬২৭ পরীক্ষার্থীর মধ্যে ৬২৬ পরীক্ষার্থী উপস্থিত ছিল। অধ্যক্ষ শহিদুল ইসলাম শেখ জনান, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ ও গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউট ভেন্যু কেন্দ্রে ৩৭০ পরীক্ষার্থীর মধ্যে ৩৫৭ পরীক্ষার্থী উপস্থিত ছিল। এদিকে পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.