Header Ads

নালিশী সম্পত্তি নিয়ে বিপাকে শিক্ষক পরিবার; মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ১ একর নালিশী সম্পত্তি নিয়ে চরম বিপাকে রয়েছেন কয়েকটি শিক্ষক পরিবার। প্রতিপক্ষরা মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে শিক্ষক পরিবারদ্বয়কে হয়রানী এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ করেছেন ভুক্তভোগী শিক্ষক পরিবার। 
 
প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া মৌজায় সেটেলমেন্ট ১২, ১৩ ও ১৪ খতিয়ানের নালিশী ১.০৬ একর সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত নরেন্দ্রনাথ রায়ের ছেলে শিক্ষক শংকর প্রসাদ রায় গংদের সাথে একই এলাকার চিত্তরঞ্জন ও তার স্ত্রী রেবা রানী রায় এবং কালীদাশপুর গ্রামের মৃত উজির আলী মোল্লার ছেলে ফজর আলী ও তার স্ত্রী মরিয়ম বিবি’র সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সূত্র অনুযায়ী মিসকেস ৩৩৮/১৯৫৩-৫৪ অনুযায়ী কাটাবুনিয়া মৌজার সরকার বাহাদুরের চাঁদখালী নদীর চরভরাটী কৃষি খাস জমি ১৪৮৮ নং তৌজি মধ্যে সেটেলমেন্ট ১২/১৩ খতিয়ানে হরিপদ ও অভয়চরন ৩৬ শতক এবং ১৪ খতিয়ানে দুঃখি রাম ১.০৬ একর সম্পত্তি প্রাপ্ত হন। এরপর হরিপদ-অভয়চরন চককাওয়ালীর মুনছুর আলী গাজীর নিকট ১২-১৩ খতিয়ানের সমুদয় সম্পত্তি বিক্রি করেন। এদিকে মুনছুর আলীর নিকট থেকে ১১/০৬/১৯৮৫ ইং তারিখে ৬টি দলিলের মধ্যে শংকরদিং ৪৬০৯, করুনদিং ৪৬১০, অজয় ৪৬১১ ও সুবল ৪৬১৩ নং দলিলে কোবলা মূলে ২২ শতক জমি প্রাপ্ত হন। ১৯৮৫ সাল থেকে অত্র সম্পত্তি শংকর গংদের ভোগ দখলে রয়েছেন। অপরদিকে দুঃখি রামের ওয়ারেশ এবং ক্রয় সূত্রে শংকর গংরা ১৪ খতিয়ানে ১৬ ও ১৭ দাগে ১.০৬ একর সম্পত্তির মধ্যে ৮৪ শতক সম্পত্তি প্রাপ্ত হন। অত্র নালিশী সম্পত্তি ১৯৫৩-৫৪ সাল থেকে শংকর গংরা শান্তিপূর্ণ পরিবেশে ভোগ দখল করে আসছে। নালিশী সম্পত্তিতে শংকর গংদের বসতবাড়ী, পারিপারিক মন্দির, মৎস্য ঘের এবং শ্মশান ঘাট রয়েছে। নালিশী সম্পত্তি নিয়ে সিনিয়র সহকারী জজ আদালতে শংকর গং বাদী হয়ে ফজর আলী গংদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ৬৮/২০০৭ নং দেওয়ানী মামলা করা হয়। এছাড়া ফজর আলী দিং এর বিআরএস ৫১১ রেকর্ড সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল খুলনাতে ১৬৬৭/২০১৯ নং এবং মহামান্য হাইকোর্টে ১২৬৩/২০০৮ মামলা করা হয়। যে মামলা দুটি চলমান রয়েছে। এরআগে ৭৫/১৯৯৭ মামলা করা হয়। এ মামলায় শংকর গংদের অনুক‚লে রায় হয়। এদিকে প্রতিপক্ষ ফজর আলী ও চিত্তরঞ্জন গংরা মিথ্যা মামলা এবং অভিযোগ দিয়ে শংকর গংদের হয়রানি করছে বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক শংকর প্রসাদ গংদের পরিবার।


কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.