Header Ads

গ্রাম পুলিশের বিরুদ্ধে পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগ

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রবীর মন্ডল এলাকার এক বিধবা নারীর পুকুরের মাছ ধরে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়নের দীঘা গ্রামের মৃত ফণীন্দ্রনাথ মন্ডলের বিধবা স্ত্রী রানী মন্ডল বসতবাড়ীর পাশে দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ২০ শতক জমির উপর দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছে। নালিশী সম্পত্তি এলাকার একটি মহল দীর্ঘদিন জবর দখলের পায়তারা করে আসছে। ফলে ইতোপূর্বে রানী মন্ডলের পক্ষ থেকে নালিশী সম্পত্তির উপর নিষেধাজ্ঞা চেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। এদিকে রানী মন্ডলের ছেলে কল্লোল কুমার মন্ডল জানান, শুক্রবার রাতে আমি এলাকায় ছিলাম না। এ সুযোগে এলাকার গ্রাম পুলিশ প্রবীর মন্ডল আমাদের পুকুরের পানি নিষ্কাসন করে পুকুরে ছাড়া এবং মজুদ থাকা সমস্ত মাছ ধরে নেয়। এ ব্যাপারে সরেজমিন গেলে মাছ ধরার ব্যাপারে কোন কিছু জানানেই বলে জানান ইউপি সদস্য পিযুষ কান্তি। মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রীতিশ মন্ডল জানান, নালিশী সম্পত্তি স্থানীয় মন্দিরের অনুক‚লে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। পরবর্তীতে এ ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আমার জানানাই। গ্রাম পুলিশ প্রবীর মন্ডল জানান, নালিশী সম্পত্তি সম্পূর্ণ সরকারি জায়গা। এটি রানী মন্ডল ও তার পরিবার অবৈধভাবে দখলে রেখে ছিল। তাদের কাছ থেকে জায়গাটি দীঘা সার্বজনীন মন্দিরের অনুক‚লে প্রদান করা হয়। মন্দির কমিটি মাছ চাষ করার জন্য নালিশী সম্পত্তি আমার কাছে ইজারা দিয়েছে। আমি পুকুরটি শুকিয়ে প্রস্তুত করার কাজ শুরু করেছি বলে জানান

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.