Header Ads

পাইকগাছা প্রতিবন্ধি ভাতার কার্ড করিয়ে দেয়ার নামে ইউপি সদস্য সালাম এর বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় প্রতিবন্ধীর রেজিষ্ট্রেশন বই পাশ করিয়ে দেয়ার নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কপিলমুনি ইউপি’র ৩নং ওয়ার্ডের এক দৃষ্টিপ্রতিবন্ধির কার্ড করিয়ে দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম মোড়লের বিরুদ্ধে মঙ্গলবার নির্বাহী আদালতে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগসুত্রে জানা যায়, উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম মোড়ল গ্রামের প্রতিবন্ধি, গরীব ও অসহায় মানুষের কাছ থেকে প্রতিবন্ধি ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিডির কার্ড, সরকারের বিভিন্ন প্রকল্পের উপকরন দেওয়ার নাম করে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে। এর মধ্যে কারো কার্ড করে দেওয়া হয়েছে আবার কাউকে আজ নয় কাল করে হয়রানী করানো হচ্ছে। গ্রামের অনেক মানুষ মেম্বারকে এই সব কার্ড বাবদ হাজার হাজার টাকা দিলেও তার কোন খবর নেই। এমনই এক ভূক্তভোগী রামনগর গ্রামের মৃত আব্দুস জব্বার গাজীর পুত্র মোঃ আব্দুল মজিদ গাজী তার দৃষ্টিপ্রতিবন্ধি পুত্র আব্দুস সালাম গাজীর জন্য উপজেলা সমবায় দপ্তর থেকে প্রতিবন্ধি কার্ড সংগ্রহের জন্য ইউপি সদস্য আব্দুস সালাম মোড়লকে ২ হাজার ৫০০ টাকা দিয়েও কোন কার্ড পায়নি। আরো ৩ হাজার টাকা দিলে কার্ড হবে বলে জানিয়ে দেয় মেম্বার আব্দুস সালাম মোড়ল। মঙ্গলবার হতদরিদ্র আব্দুল মজিদ অর্থ ফিরে পাওয়ার আশায় নির্বাহী আদালতে আব্দুস সালাম মোড়লকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী আব্দুল মজিদ তার কষ্টার্জিত অর্থ যাতে ফিরে পেয়ে দৃষ্টি প্রতিবন্ধি সন্তানের প্রতিবন্ধির রেজিষ্ট্রেশন বইটি পায় তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.