১৫২ বছর পর ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
স্টাফ রিপোর্টার।। দেড়শ’
বছরেরও বেশি সময় পর ৩১ জানুয়ারি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই পূর্ণগ্রাস
চন্দ্রগ্রহণের নাম মহাকাশ বিজ্ঞানীরা দিয়েছেন ব্লাড–ব্লু–সুপার মুন। কারণ,
এই রাতে চাঁদকে দেখাবে আরো বড়, উজ্জ্বল এবং গাঢ় কমলা বা লালচে রঙের।
পৃথিবীর মাটির প্রতিচ্ছবি চাঁদের উপর পড়ায় চাঁদকে লালচে দেখাবে। এবারের
পূর্ণগ্রাস হবে সুপার মুনে, যার অর্থ, এই দিন চাঁদ পৃথিবীর কক্ষপথের
অনেকটাই কাছাকাছি আসবে, সে জন্য চাঁদকে আরো বড় এবং উজ্জ্বল দেখাবে। পৃথিবীর
বেশি কাছাকাছি থাকায় পৃথিবীর মাটির প্রতিফলন হবে চাঁদের বুকে, যা চাঁদের
রং পাল্টে লালচে করে দেবে। আর ব্লু মুনের অর্থ, যদি কোন বছর ১২টার বদলে
১৩টা পূ্র্ণিমা হয় বা এক মাসে যদি দুবার পূর্ণিমা দেখা যায়, তাহলে সেই
দ্বিতীয় পূর্ণিমাকে ব্লু মুন বলা হয়। এর সঙ্গে চাঁদের রং নীলচে হওয়ার কোন
সম্পর্ক নেই। যেহেতু এবার জানুয়ারিতে দুইটি পূর্ণিমা, তাই দ্বিতীয় পূর্ণিমা
বা ব্লু মুনেই হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকবে
প্রায় ৭৬ মিনিট।
কোন মন্তব্য নেই