কয়রায় উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিনের পুত্র ইয়াবাসহ আটক
কয়রা (খুলনা): কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস
ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের পুত্র ও অপর দুই সহযোগিকে আটক করেছে । জানা
গেছে, কয়রা থানা পুলিশের এএসআই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিত্বে
অভিযান চালিয়ে গত শনিবার সন্ধা ৬ টায় উপজেলার দেয়াড়া গ্রামের হাকিম গাজীর
মৎস ঘেরের বাসা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, উপজেলা চেয়ারম্যান
আখম তমিজ উদ্দিনের পুত্র ফারুক হোসেন(৩০),দেয়াড়া গ্রামের হাকিম গাজীর পুত্র
মাসুদ রানা বাবু(২৮) ও একই গ্রামের আমজাদ গাজীর পুত্র আল-আমিন(২৬)। ঘটনা
স্থল থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করে। কয়রা থানা
অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-৫।
কোন মন্তব্য নেই