Header Ads

পাইকগাছায় স্লুইচ গেটের ঢাকনা ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত

সিনিয়র রিপোর্টার।।
পাইকগাছায় সরকারী স্লুইচ গেটের ঢাকনা (পাট) ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে পৌর সদরের শিববাটী এলাকার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে আমন ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকালে ভাটার সময় প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেটের ঢাকনা ভেঙ্গে নদীতে চলে যায়। পরে ভাটা শেষে প্রবল জোয়ারের উপচে পড়া পানি অবাধে পোল্ডার অভ্যান্তরে প্রবেশ করে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এতে ২০টি চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। শতাধিক বিঘার আমন ফসলের পাকা ধান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এলাকার অসংখ্য বসতবাড়ীর উঠান পানিতে তলিয়ে যায়। স্থানীয় ঘের মালিক মোস্তফা জানান, মৌসুমের শেষ মূহুর্তে ঘেরে মাছের পরিমাণ কম ছিল। তবে যে মাছ ছিল তা সব পানিতে ভেসে গেছে। এছাড়া আমন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্থ স্লুইচ গেট ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.