Header Ads

পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়। মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের  সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, শিক্ষক পঞ্চানন সরকার, আব্দুল ওহাব বাবলু, প্রণব বিশ্বাস, রোকনুজ্জামান, ফজলুল আজম, মৃন্ময় মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ। পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক আবুল হোসেন সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউএনও জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু রানী মন্ডল, শিক্ষক দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, রহমত আলী, ইদ্রিসুর রহমান, আলী সোহাল জুয়েল, অমিত রায়, আব্দুল মোমিন, প্রদীপ কুমার শীল। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও জুলিয়া সুকায়না। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন। উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু, শিক্ষক গীতা রানী, ললিতা নাথ, রিনা রানী বিশ্বাস, সুষ্মিতা রায়, রতেœস্বর সরকার, শামিমা নাসরিন সিমা, এসএম আমিনুর রহমান লিটু, আজমেরী সুলতানা। সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল। উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মারুফ বিল­াহ, আমজাদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, শেখ মোস্তফা জামান, শিক্ষক ফাতেমা খাতুন, সায়রা খাতুন, মুজিবর রহমান ও আব্দুস সালাম। ইউনিভার্স্যাল এডাস স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষক প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষক বাবলু সরকার, মৃগাঙ্ক সরকার, একান্ত মন্ডল, শিউলী বিশ্বাস, তানসিনারা ইসলাম লাবু, প্রভাতী স্বর্ণকার, নাজমুন্নাহার, তানজিল রুমা।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.