গভীর রাতে কম্বল হাতে শীতার্ত মানুষের পাসে খুলনার ডিসি ও এসপি
স্টাফ রিপোর্টার: গভীর রাতে খুলনায় সরকারী গাড়ী থেকে নেমে শীর্তাত মানুষদের গায়ে কম্বল
জড়িয়ে দেওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।জনমতে এ নিয়ে নানা ধরনের
প্রশ্ন জেগেছে।কেউ ধারনা করেছেন কোন কোটিপতি বা শিল্পপতি লোক এসে কম্বল দান
করছেন,আবার কেউ বলেছেন ধনী লোক যাকাতের কম্বল দিচ্ছেন আবার কেউবা বলেছেন
বিদেশ থেকে অনুদান এসেছে তাই কম্বল দিচ্ছেন।
সকল জল্পনা কল্পনা পার হয়ে অনুসন্ধানে দেখা গেছে খুলনা জেলা প্রশাসক
মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও খুলনার
অতিরিক্ত জেলা প্রশাসক মো: জিয়াউর রহমান বুধবার গভীর রাতে নগরীর
সোনাডাঙ্গগার মোড়,টুটপাড়া মোড়,ডাক বাংলার মোড়,নিরালার মোড়ে মোড়ে রাস্তায়
ঘুমানো অসহায় শীতার্ত মানুষ গুলিকে ডেকে ডেকে জন প্রতি একটি করে কম্বল
বিতরন করেন তারা।শীতার্ত মানুষ গুলো শীত নিবারনের কম্বল পেয়ে তারা খুব
আনন্দিত হন।কম্বল বিতরন কালে জনবান্ধব জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন
বলেন আমার কাছে খবর আসে নগরীর বিভিন্ন মোড়ে বা বস্তির গরীব দু:স্থ্য
মানুষেরা তীব্র শীতের কষ্ট পাচ্ছেন।তাই আমি ও খুলনার পুলিশ সুপার মহোদয় কে
সাথে নিয়ে শীতার্ত মানুষদের জন্য নতুন কম্বল নিয়ে এসেছি।কম্বল বিতরন শেষে
খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ সাংবাদিকদের কে বলেন,গরীব ও শীতার্ত
মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।হাদীসে আছে ধনীদের সম্পদের উপরে
গরীবদের হক আছে।তাই ধনীদের উচিৎ যার যা সমার্থ আছে তা নিয়ে এই তীব্র শীতে
অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাড়ানো।কম্বল বিতরনের সময় খুলনা জেলার
অতিরিক্ত জেলা প্রশাসক মো:জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।স্থানীয়রা গনমাধ্যম
কে জানান গাড়ী যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন মোড়ে শীতার্ত মানুষদের মাঝে
অন্তত ৫০০ টি কম্বল বিতরন করা হয়েছে।
কোন মন্তব্য নেই