Header Ads

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত সাব্বিকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান ওসি ও প্রধান শিক্ষকের

বিশেষ ডেস্ক: পাইকগাছায় যাত্রীবাহী ঈগল পরিবহনের ধাক্কায় মারাত্মক ভাবে আহত মেধাবী এসএসসি পরীক্ষার্থী সাঈদ মুনতাছির সাব্বির এর চিকিৎসায় মানবিক সাহায্যোর আবেদন জানিয়েছেন পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবুল হো‌সেন শেখ সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। তাঁর উন্নত চিকিৎসার জন্য ব্যাপক অর্থের প্রয়োজন মিটানো আহতের গরীব পরিবারের পক্ষে অসাধ্য হয়ে পড়েছে। ইতোমধ্যে আবেদনে সাড়া দিয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের পক্ষে ওসি মিনুল ইসলাম বিপ্লব ১৫ হাজার সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক অাবুল হো‌সেন শেখ ১০ হাজার সাবেক প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ব্যক্তিগতভাবে চিকিৎসার পিছনে হাজার টাকা তুলে দিয়েছেন। মানবিক অর্থ সাহায্যের জন্য ওসি - ০১৭১৩ ৩৭৪১০৫ প্রধান শিক্ষক-০১৭১৬ ১০৬২৪৩ নম্বরে সমাজের স্বহৃদয়বান,বিত্তবান সহ সকল শ্রেনী-পেশার মানুষকে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে সাব্বির খুলনা সার্জিক্যাল ক্লিনিকে আইসিইউতে নিবিড় পযবেক্ষনে রয়েছে। তাঁর শারিরিক অবস্থা অপরির্বিত থাকলেও বমি কানের রক্ষক্ষরণ বন্ধ হয়েছে বলে পারিবারিক সুত্র জানিয়েছেন।

            উল্লেখ্য বুধবার সকাল ৮টার দিকে সাঈদ মুনতাসির সাব্বির বাই সাইকেল যোগে প্রাইভেট পড়ে ভিলেজ পাইকগাছার বাড়ীতে ফেরার পথে উপজেলা পশু সম্পদ হাসপাতাল সংলগ্ন মেইন সড়কে ঢাকা গামী ঈগল পরিবহনের ধাক্কায় মারাত্মক ভাবে আহত হলে বিক্ষোভ,অগ্নিসংযোগ,ভাংচুর সহ সড়ক অবরোধের ঘটনা ঘটে

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.