Header Ads

লেফটেনান্ট ফাইজুল আলিফ’কে পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা সরকারি কলেজের পক্ষ থেকে লেফটেনান্ট ফাইজুল আলিফ’কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ফাইজুল আলিফকে শুভেচ্ছা স্মারক ও কলেজের প্রকাশিত বিশেষ স্মরণিকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, গোবিন্দ লাল সানা, তরুণ কান্তি বাছাড়, শেখ আব্দুল হালিম, দীলিপ কুমার বাছাড়, শেখ আব্দুল আহাদ মানিক ও আজিবর রহমান। এ সময় লেফটেনান্ট ফাইজুল আলিফ বলেন, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সার্বক্ষনিক প্রস্তুত ছিল। এলাকার মানুষ অনেক ভাল, ফলে এখানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তরুণ প্রজন্মের শিক্ষার্থীদেরকে সেনাবাহিনীতে যোগ দিয়ে গর্বিত নাগরিক হওয়ার জন্য আহŸান জানান। উলে­খ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লেফটেনান্ট ফাইজুল আলিফের নেতৃত্বে যশোর সেনানিবাসের ১৭ বীর সেনাসদস্যরা গত ২৪ ডিসেম্বর থেকে পাইকগাছা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছে। বৃহস্পতিবার সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.