Header Ads

পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত ও মুজিব শতবর্ষের ক্ষনগণনার উদ্ভোধন

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ক্ষনগণণা শুরুর কাউন্টডাউন উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরের পর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিটিউট লোনাপানি কেন্দ্র, উপজেলা আওয়ামীলীগ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শিবসা সাহিত্য অঙ্গন, পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পন করা হয়। এরপর উপজেলা প্রশাসনের এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কাউন্টডাউন উদ্ভোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সন্ধ্যায় প্রমান্য চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। উপস্থিত সহকারি কমিশনার ভ‚মি মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) আশরাফুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, রবিউল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রেজায়েত আলী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান,প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানগন। এর আগে সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.