Header Ads

খুলনাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে-জনপ্রশাসন সচিব হারুন

এন ইসলাম সাগর, প্রতিনিধি ঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেছেন সুশাসন প্রতিষ্ঠা ছাড়া সুখী সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়া সম্ভব নয়। সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে তিনি বলেন সমাজে সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কোন বিকল্প নাই। এজন্য তিনি প্রশাসনের সকল কর্মকর্তাদের সেবার মানষিকতা নিয়ে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি সুশীল সমাজকেও এগিয়ে আসার আহবান জানান। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে উপজেলার বিভিণœ দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সচিব ইউসুফ হারুন আরো বলেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে খুলনাঞ্চল পিছিয়ে থাকলেও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তিনি বলেন খুলনায় কোন ডেন্টাল কলেজ নাই, এখানে প্রধানমন্ত্রীর নামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও একটি ডেন্টাল কলেজ স্থাপন করা হবে। তিনি প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের উদ্দেশ্যে বলেন অসৎ নীতি নিয়ে জীবনে কখনো চাকুরী করি নাই, অসৎ মানুষিকতা থাকলে আজ আমি সচিব হতে পারতাম না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শায়িত স্থানে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করতে পেরেছি এজন্য আমি গর্বিত। জীবনের বাকি সময়টাও দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। তিনি ৬৪ জেলার মধ্যে খুলনা বেষ্ট অব ওয়ান উল্লেখ করে জেলা প্রশাসকের ভ‚য়সী প্রশংসা করেন। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারি কমিশনার(ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এমদাদুল হক শেখ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দিন ফিরোজ বুলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, রবিউল ইসলাম, নবলোকের সহকারি পরিচালক ফাহ্মিদা সুলতানা, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, এসএম এনামুল হক, প্যানেল চেয়ারম্যান আহসান উল্লাহ, সহকারি অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম ও নবলোকের উপজেলা ব্যবস্থাপক হাদিউজ্জামান। উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এর আগে সচিব শেখ ইউসুফ হারুন বঙ্গবন্ধু, স্বাধীনাতা ও একুশে মঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে তিনি এইচএসবিসি এর অর্থায়নে ওয়াটার এইড ও নবলোকের সহযোগিতায় ইসিআর ওয়াশ প্রকল্পের আওতায় পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক নবনির্মিত সেলুব্রিয়াস সেন্টার এন্ড অটিজম রিফ্রেশমেন্ট কর্নার এর শুভ উদ্ভোধন করেন। এরপর তিনি প্রস্তাবিত পৃথিবীর সর্ব উচ্চ বঙ্গবন্ধু মসজিদের জন্য বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান, উপজেলা পরিষদের নব-নির্মিত শিশু পার্ক, শৈশবের স্মৃতি বিজড়িত সরকারি উচ্চ বিদ্যালয় ও আইনজীবী সমিতি পরিদর্শন করেন। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.