Header Ads

প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে, সেবা বিক্রি করা যাবে না... বিভাগীয় কমিশনার

পাইকগাছা প্রতিনিধি ঃ
খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃত দেশ প্রেমিক। তিনি দেশ এবং দেশের মানুষের জন্য জীবন-যৌবন জেলে কাটিয়েছেন। দেশকে নিয়ে বঙ্গবন্ধুর অনেক বড় স্বপ্ন ছিল। তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়তে চেয়ে ছিলেন। যে স্বপ্ন আজ তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করতে চলেছেন। যদিও বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত দেশে পরিণত হতাম। বঙ্গবন্ধুর মৃত্যুরপর সরকারের ধারাবাহিকতা না থাকায় দেশের উন্নয়ন পিছিয়ে যায় উল্লেখ করে ড. আনোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার ২০২১ সালে মধ্যম আয়ের এবং ৪১ সালে উন্নত দেশের স্বপ্ন নিয়ে দেশ পরিচালনা করছে। বিগত কয়েক বছর সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় দেশের সামগ্রীক উন্নয়নে আমুল পরিবর্তন এসেছে। বেড়েছে মানুষের মাথা পিছু আয় ও জিডিপি। জনবহুল দেশে এটি অনেক বড় সাফল্য। তিনি বলেন, শুধু আয় বাড়লে হবে না, উন্নয়নশীল দেশের কাতারে যেতে হলে সকল উন্নয়নকে টেকসই করতে হবে। আমরা এখন উন্নয়নের পথেই রয়েছি। এখন প্রতিটি মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা সরকারি চাকুরি করি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। সবাইকে লক্ষ পুরণে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই জনগণের কাছ থেকে বেতন ভাতা পায়। এ জন্য জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। প্রশাসনের সকল ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, আনতে হবে পরিচ্ছন্নতা। সরকারের সকল সেবা প্রতিটি মানুষের কাছে বিনা পয়সায় পৌছে দিতে হবে। সেবা যেন বিক্রি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, প্রধানমন্ত্রী সাধ্যের বাইরে আমাদের পে-স্কেল দিয়েছেন যাতে সরকারের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতি রোধ হয়। সবাই মনে রাখবেন আমরা কে-কি করছি সেটি কেউ না কেউ দেখভাল করছেন। প্রধানমন্ত্রী তার নিজের দলের লোককেও ছাড় দিচ্ছেন না। দুর্নীতি করে আমরা কেউ পার পাবো না। অবৈধ টাকা কোথাও রাখতে পারবেন না। দুর্নীতি দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করে। দয়াকরে এ ধরণের কাজ থেকে সবাই বিরত থাকুন। দেশ উন্নত হলে দেশের সকল মানুষের দায়িত্ব সরকার নিবে। তখন আর বাড়তি অর্থের প্রয়োজন হবে না। আমরা সবাই সৎ হলে উন্নয়ন টেকসই হবে উল্লেখ করে তিনি মাদক, প্রতিরোধ ও শিশু ও মাতৃ মৃত্যু হার কমিয়ে আনতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহŸান জানান। তিনি মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা ও বাইসাইকেল, ক্রীড়া সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, এসিল্যান্ড মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এমদাদুল হক শেখ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, হাবিবুল্লাহ বাহার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, রহিমা আক্তার শম্পা, অঞ্জলি রানী শীল, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর ও যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম। এরআগে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর তিনি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময়, ভ‚মি সেবা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন, উপজেলা পরিষদ অডিটরিয়ামের উদ্বোধন করেন। সব শেষে তিনি বিজ্ঞানী পিসি রায়ের বসতবাড়ী, দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা পরিষদের শিশু পার্ক ও বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশে মঞ্চ পরিদর্শন করেন। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.