Header Ads

পাইকগাছা সরকারি কলেজে করোনায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি :
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পাইকগাছা সরকারি কলেজে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ ভারপ্রাপ্ত মিহির বরণ মন্ডলের নেতৃত্বে রোববার সকালে একাদশ, দ্বাদশ, ডিগ্রী(পাস) ও সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে করোনায় করণীয় শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করোনা পরিস্থিতি  মোকাবেলায় সচেষ্ট থাকার নির্দেশ দিয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। সেই নির্দেশনা মোতাবেক রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষনা ইনষ্টিপিউট (আইইডিসিআর) এর ওয়েবসাইটে প্রকাশিত করোনা ভাইরাসের তথ্য সম্বলিত নি¤œ রুপ নির্দেশনা ও পরামর্শ অনুসরনের অনুরোধ জানান কর্তৃপক্ষ। করোনায় করণীয় শীর্ষক ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইংরেজী বিষয়ের সহকারি অধ্যাপক নাথ বিষ্ণুপদ, সমাজকর্ম বিষয়ের সহকারি অধ্যাপক এফ,এম ইলিয়াস হোসেন, প্রভাষক আসমা আখতার ও শরীর চর্চা শিক্ষক হারুন-অর-রশিদ।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.