পাইকগাছায় প্রবাসীর স্ত্রীকে যৌনপীড়নের অভিযোগে থানায় মামলা; আটক - ১
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় লিবিয়া প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের
অভিযোগে রিজাউল নামে এক জনকে পুলিশ আটক করেছেন। সে গদাইপুর ইউপি'র ওয়াজেদ
সরদারের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জানাগেছে,
মোবাইলের সুত্র ধরে আটক রেজাউলের সাথে উপজেলার বিরাশীর বাসিন্দা লিবিয়া
প্রবাসী রহমতের স্ত্রীর সাথে পরিচয় হয়। এর পর রেজাউল বিভিন্ন সময়ে
প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে
আসছিল। সর্বশেষ গত ২৯ মার্চ বিকেল সাড়ে ৩ টার পর ভিকটিম নিজ বাড়ীতে যাবার
পথে বিরাশীর ইটের সোলিং রাস্তার ফাঁকা স্থানে ফেলে জাপটে ধরে শ্লীলতাহানি
ঘটায়। এ ঘটনায় ভিকটিম রিজাউলের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা
করেছেন,যার নং-৩৮। এ ব্যাপারে ওসি মোঃ এজাজ শফী বলেন ,আটকব্যক্তি মোবাইলে
ভিকটিমের নগ্ন ছবি ধারণ করে ব্লাক মেইল করে ক্ষতির চেষ্টা করেন। এ ঘটনায়
থানায় মামলা হয়েছে বলে পুলিশের কর্মকর্তা জানান।
কোন মন্তব্য নেই