Header Ads

যুগ্ম-জেলা জজ আদালত স্থাপনের দাবীতে পাইকগাছা-কয়রাবাসীর মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলা সদরে অবিলম্বে বিচারিক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ, যুগ্ম-জেলা জজ আদালত স্থাপন, অতিরিক্ত জেলা জজ আদালত প্রতিষ্ঠা, স্বতন্ত্র লিগ্যাল এইড প্রতিষ্ঠা ও জেলখানা চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের সামনে সড়কে পাইকগাছা-কয়রাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে আইনজীবী সমিতি, আইনজীবী সহকারী সমিতি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাবীর সাথে একত্বতাপোষণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন নূরের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, এ্যাডঃ সমীর কুমার বিশ্বাস, পরিমল চন্দ্র সরকার, পীযুষ কান্তি সরকার, কালিপদ মন্ডল, চিত্তরঞ্জন সরকার, প্রশান্ত কুমার ঘোষ, সুকল্যাণ কুমার সানা, অজিত কুমার মন্ডল, শেখ আব্দুর রশিদ, রেখা রানী বিশ্বাস, রেহেনা পারভীন, সাইদুর রহমান মিঠু ও শেখ আবুল কালাম আজাদ। কর্মসূচিতে বক্তারা বলেন, খুলনা জেলা আইনজীবীদের সাথে আমাদের কোন বিরোধ নাই। দূরত্বের কথা বিবেচনা করে পাইকগাছা কয়রার মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে পাইকগাছা উপজেলা সদরে যুগ্ম জেলা জজ আদালত সহ অন্যান্য দাবী দ্রæত বাস্তবায়ন করা হোক। এ ব্যাপারে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনজীবী আনিসুল হক ও সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র আশুহস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন এলাকার দুটি উপজেলা পাইকগাছা ও কয়রা। খুলনা জেলা সদর থেকে কয়রার দূরত্ব ১শ থেকে দেড়’শ কিলোমিটার। অনুরূপভাবে পাইকগাছার দূরত্ব ৭০ কিলোমিটার। প্রত্যন্ত এলাকার মানুষের আইনী সেবার কথা বিবেচনা করে তৎকালীন সরকার সারাদেশের উপজেলা পর্যায়ের আদালত জেলা সদরে স্থান্তর করলেও দেশের কয়েকটি উপজেলার ন্যায় পাইকগাছা ও কয়রার আদালত উপজেলা পর্যায়ে বহাল রাখে। এদিকে যুগ্ম জেলা জজ আদালত না থাকায় শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা সদরে গিয়ে আইনী সেবা নিতে গিয়ে চরম দূর্ভোগের শিকার হন এলাকার কয়েক লাখ মানুষ। ফলে স্থানীয় আইনজীবী সহ এলাকাবাসী অত্র এলাকায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপনের জন্য দীর্ঘদিন দাবী জানিয়ে আসছিল। সম্প্রতি সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর মাধ্যমে স্থানীয় আইনজীবীরা আইনমন্ত্রীর সাথে দেখা করে এ দাবী জানালে মন্ত্রী অত্র এলাকায় যুগ্ম জেলা জজ আদালত স্থাপনে প্রাথমিক সম্মতি প্রদান করেন। মন্ত্রীর আশ্বস্তের এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সম্প্রতি একটি মহল এর বিরোধীতা করার অপচেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.