Header Ads

পাইকগাছায় বিদেশ ফেরত ৯ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে; করোনা প্রতিরোধে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সতর্ক থাকার জন্য জনসাধারণের মাঝে বিতরণ করা হচ্ছে সচেতনতামূলক লিফলেট। বিদেশ ফেরত ব্যক্তিদের জন্য ব্যবস্থা করা হচ্ছে হোম কোয়ারেন্টাইনের। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এ পর্যন্ত বিদেশ ফেরত ৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে ইউএনও জুলিয়া সুকায়না জানিয়েছেন। এ সব ব্যক্তিরা অতিসম্প্রতি কানাডা, দক্ষিণ কোরিয়া, দুবাই, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে এলাকায় এসেছেন। সৌদি আরব থেকে এক ব্যক্তি এলাকায় এসেছেন এমন খবর পেয়ে উপজেলার হিতামপুর গ্রামে গিয়ে ওই ব্যক্তিকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন ইউএনও জুলিয়া সুকায়না। একই সাথে তিনি করোনায় আতংকিত না হয়ে করোনা সম্পর্কে সতর্ক থাকার জন্য এলাকাবাসীর মাঝে সচেতনামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। 

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.