পাইকগাছায় ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী
মুজিব শতবার্ষীকি উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনা অনুযায়ী পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যগে পাইকগাছা সদরসহ বিভিন্ন স্কুল, কলেজ ও আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের পাশে বিভিন্ন ধরনের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সদস্য ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মসিয়ার রহমান রহমার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম মোস্তাফিজ বাচ্চু এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসুচীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সাব্বির রহমান, ফাইমিন সরদার, জয়। ছাত্রলীগ নেতা জাহিদ নেওয়াজ, শরীফ রায়হান, হাফিজুর ,পল্লব বিশ্বাস, নাফিস, সাগর, রুমি, আরাফাত ও কামরুল।
কোন মন্তব্য নেই