Header Ads

ই-নথি কার্যক্রমে পাইকগাছার ধারাবাহিক সাফল্য; ইউএনও’কে অভিনন্দন

পাইকগাছা প্রতিনিধি :
ই-নথি কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবারও চতুর্থ বারের মতো শীর্ষে রয়েছে। আইসিটি বিভাগের এটুআই এর মে ২০২০ মাসের ই-নথি কার্যক্রমের প্রকাশিত ফলাফলে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শীর্ষ স্থানের এ কৃতিত্ব অর্জন করে। দেশের সকল উপজেলার মধ্যে চতুর্থ বারের মতো দেশ সেরা কৃতিত্ব অর্জন করায় সোমবার সকালে ইউএনও জুলিয়া সুকায়নাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভিনন্দন জানান উপজেলা চেয়ারম্যান, পাইকগাছা সরকারি কলেজ ও পাইকগাছা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সুধী মহল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ ও যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর। উল্লেখ্য, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না যোগদান করার পর তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ই-নথি কার্যক্রমকে গতিশীল করেন। যার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রায় সকল কাজ ই-নথির মাধ্যমে সম্পাদন করেন। এছাড়াও প্রশাসনের অন্যান্য দপ্তরের কার্যক্রমও ই-নথি কার্যক্রমের আওতায় আনেন। উপজেলা নির্বাহী অফিসারের গতিশীল দক্ষ নেতৃত্বে দেশের সকল উপজেলার মধ্যে টানা চতুর্থ বার ই-নথি কার্যক্রমে শীর্ষ স্থান অর্জন করেছে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। চতুর্থ বারের মত কৃতিত্ব অর্জন করায় ইউএনও জুলিয়া সুকায়নাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামান, শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি ও হাঁটার সাথী সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন সহ বিভিন্ন মহল।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.