পাইকগাছায় ডাঃ শাফিকুল ইসলাম শিকদারের স্ত্রী ডাঃ দোলার অকাল মৃত্যুতে মর্মাহত!
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র আবাসিক মেডিকেল অফিসার মিষ্টভাষী ডাঃ শাফিকুল ইসলাম শিকদারের স্ত্রী ডাঃ দোলার অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত ও গভীর ভাবে শোকাহত! ডাঃ দম্পত্তি পরিবারের হঠাৎ ছন্দ পতন বড়ই কষ্টদায়ক। একটি সুখি পরিবারে এমন অকাল মৃত্যু'র বেদনা সারাজীবন বহে বেড়াতে হবে। বিদেহ আত্মার শান্তি কামনা করি! সে যেন পরপারে ভালো থাকে।
কোন মন্তব্য নেই