পাইকগাছা গদাইপুর থেকে মটরসাইকেল চুরি
পাইকগাছা গদাইপুর মুক্তির মোড়ে সৌরব নার্সারি সামনে থেকে আজ সকাল ৮:৩০ মিনিটে একটি লাল কালারের এ্যাপাসি মটরসাইকেল চুরি হয়েছে। উল্লেখ্য যে সাইদ মাহামুদ(৩৫), পিতা- মৃত আহাদ আলী, রাজার বাগান সাতক্ষীরা,চারা ক্রয় করার জন্য পাইকগাছার গদাইপুর মুক্তির মোড়ে সৌরভ নার্সারিতে সকাল ৮ টার সময় আসে এবং মেইন রোডের সাথেই নার্সরি বিধায় নার্সারির সামনে রোডের পাশে মটরসাইকেটি রেখে চারা দেখার জন্য নার্সারির ভিতরে প্রবেশ করে, চারা দেখে বাইরে এসে ৮:৩০ মিঃ দেখে মটরসাইকেলটি নেই,আশে পাশে অনেক খোজাখুজি করেও মটরসাইকেলটি পাওয়া যায়নি। গাড়িটির রেজিঃ নং- সাতক্ষীরা -ল-১২-৩৫২৫, ইন্জিন নং-C1F7258878, চেচিস নং-MD624HC10H2F67711.সিসি-১৫০, রং-লাল।
এ ব্যাপারে গাড়ির মালিক থানায় অভিযোগ করেছে।
কোন মন্তব্য নেই