Header Ads

যুব সমাজকে ভার্চুয়াল জগতে আসক্তি না হয়ে খেলাধুলায় ফিরে আসতে হবে-ডাঃ মোহাঃ শেখ শহীদুল্লাহ

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:"খেলা ধুলায় বাড়ে বল-মাদক ছেড়ে খেলতে চল" এই শ্লোগান কে সামনে রেখে একতা যুব সংঘের আয়োজনে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হলো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। গত ৭ই জুলাই থেকে খেলা শুরু হয়ে ঈদ-উল-আযহার ২য় দিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দেলুটির দারুন মল্লিক একতা যুব সংঘের মাঠে খুলনা জেলার স্বনামধন্য ৮টি ফুটবল দল এই খেলায় অংশ নেয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যুব সমাজকে খেলার প্রতি আকর্ষণ ফিরিয়ে আনার জন্যই আজকের এই উদ্যোগ। তিনি আরো বলেন তরুন এবং যুবকরা ইদানিং খুব বেশি ফেসবুক ও অনলাইনে বিভিন্ন গেমের প্রতি আসক্ত হওয়ায় ফুটবলসহ পুরানো দিনের অনেক খেলা ভুলতে বসেছে। তাই বাস্তবতার নিরিখে এই উদ্যোগের মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজকে সাংস্কৃতি ও খেলাধুলায় ফিরিয়ে এনে সকলকে সুস্থ সবল জীবনে ফিরিয়ে আনতে এমন পদক্ষেপ গ্রহণ করেছি। এসময়ে আরো উপস্থিত ছিলেন একতা যুব সংঘের উপদেষ্টা- ভবেশ রায়, তাপস রায়, জপেশ রায়, রনজিত সরকার, চপল রায়, রমেন হালদার। অন্যান্যদের মধ্যে মোঃ নূর আলী মোড়ল, ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল সাদাত, বাবু নলিনাক্ষ নাথ বৈদ্য মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দেলুটী ইউনিয়ন, সুকান্ত সরকার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ দেলুটী ইউনিয়ন, তরুন কান্তি সরকার সভাপতি ৫ নং ওয়ার্ড বাংলাদেশ আয়ামীলীগ দেলুটি ইউনিয়ন, সুপদ রায় সভাপতি ৮ নং ওয়ার্ড বাংলাদেশ আয়ামীলীগ দেলুটি ইউনিয়ন,মোঃ বদিয়ার হোসেন সদস্য ৫ নং ওয়ার্ড দেলুটি ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন একতা যুব সংঘের সভাপতি কৃষ্ণ সরকার, সহসভাপতি হিমাদ্রী রায়, সম্পাদক বিষ্ণু সরকার, সহ সম্পাদক চয়ন রায়। কোষাদক্ষ্য ত্রিদিপ রায়, ক্রীড়া সম্পাদক বাদল রায়, সংগঠনিক সম্পাদক সরুপ রা, প্রচার সম্পাদক প্রান্ত রায়, সাংস্কৃতিক সম্পাদক নয়ন সরকার, সদস্য জয়প্রান্ত, সম্রাট, তৃর্থ, রাজেশ, হেমন্ত, চিন্ময়, শুভজিত, অরুপ, অমিত, পার্থ, প্রিতম, সুমন, নিবৃত, অন্জন, দেব প্রসাদ, তুহিন, কৃপা, রিনা, ববি, বৌশাখী, বৃষ্টি, পূনিমা, অরো অনেকে। উপদেষ্টা- ভবেশ রায়, তাপস রায়, জপেশ রায়, রনজিত সরকার, চপল রায়, রমেন হালদারসহ অরো অনেকে। উক্ত খেলায় বন্ধু ফুটবল একাদশ, এল জি টি ফুটবল একাডেমি কে ৫-৪ গোলে পরাজিত করে বিজয়ী হয়। প্রধান অতিথি ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে ২৪ ইঞ্চি রঙ্গিন টেলিভিশন এবং রানার্সআপ দলের হাতে ১৭ ইঞ্চি মনিটর তুলে দেন। ম্যান অফ দ্যা সিরিজ পুরষ্কার অর্জন করেন দেলুটির কৃতি খেলয়াড় -টুটুল, ম্যান অফ দা ম্যাচ-নিলাভ রায় এবং সেরা গোলদাতা নির্বাচিত হন সোহাগ। এবাররে খেলায় ব্যাতিক্রম উদ্যোগ ছিল সেরা দর্শক নির্বাচন। শুরু থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রতিটা খেলায় উপস্থিত থেকে হাজার দর্শকের মধ্যে সেরা দর্শকের উপহারটি ছিনিয়ে নেন ফুটবলপ্রেমী -অধির গোলদার। সম্পূর্ণ খেলাটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বীকৃত রেফারি শেখ কামাল হোসেন।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.