Header Ads

সিলেট ও সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান তুহিনের ত্রাণ সামগ্রী বিতরণ

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :এ বার এলাকার কোন প্রতিবন্ধি কিংবা দুস্থ কোন ব্যক্তি নয় সুদূর সিলেট ও সুনামগঞ্জের বন্যায় দূর্গতদের মাঝে মানবিক সহায়তা প্রদান করে মানবিকতায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। সাম্প্রতিক সময়ে সিলেট ও সুনামগঞ্জ সহ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়ে ওই সব এলাকায় মানবিক বিপর্যয় দেখা দেয়। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্গত এলাকা পরিদর্শন করে দূর্গতদের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহŸান জানান। প্রধানমন্ত্রীর এ আহŸানে সাড়া দিয়ে লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ২৭ জুন সোমবার ত্রাণ সহায়তা দিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। ২৮, ২৯ ও ৩০ জুন এ ৩ দিন তিনি সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার বিভিন্ন দূর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, পানি, খাওয়ার স্যালাইন, গ্যাসলাইট ও প্রাথমিক চিকিৎসার ঔষধ। তিনি ইঞ্জিন চালিত নৌকায় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে চরম দূর্ভোগের মধ্যে ক্ষতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব সহায়তা বিতরণ করেন। কখনো তিনি নিজে মাথায় করে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করেন, তাহেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন ও জেলা ছাত্রলীগনেতা ইয়াসিন আরাফাত অপু তালুকদার। বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় শতাধিক প্রতিবন্ধিকে তিনি নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ইতোমধ্যে নিজ এলাকা সহ পাশর্^বর্তী এলাকার এ পর্যন্ত ১শ প্রতিবন্ধিকে হুইল চেয়ার, ৬শ শ্রবণ প্রতিবন্ধিকে ইয়ারফোন ও ৩ জন প্রতিবন্ধিকে কৃত্রিম পা প্রতিস্থাপন সহ প্রতিবন্ধিদের শিক্ষা সহায়তা প্রদান করে মানবিক ইউপি চেয়ারম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন। ত্রাণ বিতরণ শেষে তিনি শনিবার এলাকায় ফিরে আসলে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মানবিক এ কাজের জন্য চেয়ারম্যান তুহিনকে সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে চেয়ারম্যান তুহিন বলেন, প্রধানমন্ত্রীর আহŸানে এবং ওই এলাকার মানবিক বিপর্যয়ের কথা চিন্তা করে লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক এর ব্যানারে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নেয়। বিতরণের বিষয়টি স্থানীয় প্রশাসন, থানা পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে অবহিত করা হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.