Header Ads

এবার নিজ উদ্যোগে দেড় কিলোমিটার খাল খনন করে দিলেন ইউপি চেয়ারম্যান কেরু


জলাবদ্ধতা নিরসন সহ ফসল উৎপাদনের আওতায় আসলো দক্ষিণ বাইন বাড়িয়ার শত শত বিঘা জমি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু এবার এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি ফসল উৎপাদনের লক্ষে ইউনিয়নের দক্ষিণ বাইনবাড়িয়ায় খাল খনন করেছেন। ইউপি চেয়ারম্যান ও সাবেক কৃতি ফুটবলার আব্দুস সালাম কেরু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নানা পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেন। ধারাবাহিকভাবে এসব পরিকল্পনা তিনি কখনো সরকারি অর্থে, কখনো আবার ব্যক্তিগত উদ্যোগে বাস্তবায়ন করছেন। রোববার সরেজমিন গেলে ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন শেষ প্রান্ত দক্ষিণ বাইন বাড়িয়ায় ৬শ বিঘার একটি বিল রয়েছে এখানে একদিকে যেমন পানি নিষ্কাসনের কোন ব্যবস্থা ছিল না, তেমনি শুস্ক মৌসুমে পানি সংরক্ষণেরও কোন ব্যবস্থা ছিল না। ফলে প্রায় ৫০ বছর যাবৎ ৬শ বিঘা জমিতে জলাবদ্ধতার কারণে আমন ফসল ও পানির অভাবে রবি ফসল উৎপাদন ব্যাহত হয়ে আসছে। শিক্ষক কুমারেশ মন্ডল জানান, জন দুর্ভোগের এ বিষয়টি ইতোপূর্বে জনপ্রতিনিধি সহ অনেককেই অবহিত করা হয়েছে। কিন্তু কেউ দুর্ভোগ লাঘব করতে পারেনি। পরিমল কান্তি মন্ডল জানান, বিলের মধ্যে আমাদের ৪০ বিঘা জমি রয়েছে, কিন্তু বছরের পর বছর ফসল উৎপাদন না হওয়ায় জমি থাকতেও আমরা ভ‚মিহীন হয়ে গেছি। বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরুকে অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ বাইনবাড়ির পূর্ব পাশের পঞ্চরাম মন্ডলের বাড়ি থেকে পশ্চিম পাশের গাংরখি নদী প্রান্ত পর্যন্ত দেড় কিলোমিটার খাল খনন করে মহানুভুতার পরিচয় দিয়েছেন। রামকান্ত মন্ডল জানান, খালের পশ্চিম পাশে এলাকার ধনাঢ্য এক ব্যক্তি ৩শ মিটার মত সরকারি জমি দখলে রেখেছেন। যার ফলে খালের পানি সরবরাহ বাঁধা প্রাপ্ত হচ্ছে। দীলিপ কুমার মন্ডল জানান, খালের পশ্চিম পাশের রাস্তায় একটি কালভার্ট নির্মাণ করা জরুরী হয়ে পড়েছে। বিকাশ চন্দ্র মন্ডল জানান, খননকৃত খালটি গাংরখি নদীর সঙ্গে সংযোগ করে দিতে পারলে এলাকার হাজার হাজার বিঘা জমি খালের শতভাগ সুবিধার আওতায় আসবে। লিপিকা মন্ডল জানান, অর্ধশত বছর পর আমাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় আমাদের সকলের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। বিথিকা মন্ডল জানান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু খাল খনন করার মাধ্যমে আমাদের যে উপকার করেছেন আমরা এলাকাবাসী সারাজীবন চেয়ারম্যানের কাছে চির ঋণি হয়ে থাকবো। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু জানান, যে খালটি খনন করা হয়েছে সেটি এলাকার কুচক্রী একটি মহল দীর্ঘদিন জবর দখল করে রেখেছিল। আমি আওয়ামী লীগনেতা আব্দুস সাত্তার নুন্টে সহ দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এবং এসিল্যান্ড মহোদয়ের সহযোগিতায় জবর দখলে থাকা সরকারি খালটি উদ্ধার পূর্বক জনস্বার্থে ব্যক্তিগত উদ্যোগে খনন করে দিয়েছি। পানি নিষ্কাসনে যেটুকু সমস্যা কিংবা বাঁধা রয়েছে খুব দ্রæত তা সমাধান করা হবে। আশা করছি এখন থেকে দক্ষিণ বাইন বাড়িয়ায় পতিত থাকা শত শত বিঘা জমিতে আমন ও রবি ফসল উৎপাদন হবে। এর মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফুটে উঠলে এটাই হবে আমাদের সকলের প্রচেষ্টার সার্থকতা।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.