Header Ads

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশকরার অভিযোগে আবারও ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশকরার অপরাধে আবারও ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে পানির মধ্যে পুশকরা চিংড়ি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে থেকে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ পানির ড্রাম সহ চিংড়ি মাছ জব্দ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়াল খড়িয়া গ্রামের চিংড়ি ব্যবসায়ী আব্দুস সালাম, ইমদাদুল হক, ছমির সানা ও কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল­াহ, স¤প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম। এদিকে এলাকায় অভিযান চলমান থাকা অবস্থায় পুশ কার্যক্রম বন্ধ না হওয়ায় অভিযান জোরদার ও শাস্তির পরিমাণ বাড়ানোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। সচেতন এলাকাবাসীর অভিযোগ শুধুমাত্র জরিমানা করে ছেড়ে দিলে পুশকরা এসব চিংড়ি পুনরায় বাজারে অবাধে বিক্রি হচ্ছে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির মান নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.