Header Ads

পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি নিয়ে জটিলতা সৃষ্টি

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় বিশ্ববরণ্যে বিজ্ঞানী আচার্য প্রফুল­ চন্দ্র পিসি রায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন থেকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে অপরদিকে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে প্রধান অতিথি ঘোষণা করায় এমন জটিলতা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিরসনের জন্য সকলকে আন্তরিক হওয়ার আহŸান জানিয়েছেন এলাকাবাসী। উলে­খ্য, আগামী ২ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল­ চন্দ্র পিসি রায়ের ১৫৭তম জন্ম বার্ষিকী। প্রতিবছর জন্ম বার্ষিকীর অনুষ্ঠান জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপিত হয়ে থাকে। এ বছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে জন্মবার্ষিকী উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানকে প্রধান অতিথি করা হয়েছে। অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে প্রধান অতিথি করার দাবী জানিয়ে বিষয়টি বিভিন্ন সভা, সমাবেশে তুলে ধরেছেন। প্রশাসন ও দলীয়ভাবে ২ জন ব্যক্তিকে প্রধান অতিথি করায় জটিলতা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবী অনুষ্ঠানের জন্ম বার্ষিকীর আগেই প্রধান অতিথির বিষয়টি সুন্দরভাবে সমাধান করা উচিৎ। আর সেটি সম্ভব হলে জন্মবার্ষিকীর অনুষ্ঠান প্রতিবারের ন্যায় এবারও সুন্দরভাবে উদযাপিত হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান জানান, জেলা প্রশাসন থেকে উপদেষ্টা মহোদয়কে প্রধান অতিথি করা হয়েছে। তবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান এখনো কয়েকদিন বাকি রয়েছে। এর মধ্যে নিশ্চই সুন্দর একটি সমাধান বেরিয়ে আসবে। মুঠোফোনে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জানান, জেলা প্রশাসক মহোদয় জরুরী প্রয়োজনে ঢাকায় রয়েছে। এ জন্য এ ব্যাপারে স্যার ছাড়া আমরা কেউ তেমন কিছু বলতে পারবো না।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.