Header Ads

পাইকগাছায় আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় আবারও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হনুমানের মৃত্যু হয়েছে। মৃত হনুমানকে বন বিভাগের তত্বাবধায়নে শেষ কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌর বাজারে হনুমানের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনা ঘটে। উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায় জানান, কেশবপুরের দলছুট কালোমুখো কিছু হনুমান খাদ্যের সন্ধানে পাইকগাছায় অবস্থান করছে। তারা প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে বিচরণ করে থাকে। ঘটনার দিন মঙ্গলবার সকালে একটি হনুমান পৌর সদরের দলিল লেখক সমিতি ভবনের ছাদ থেকে লাফ দিয়ে মধুমিতা (মিষ্টি পুকুর) পার্কের মার্কেটের উপর যাওয়ার চেষ্টা করে। এ সময় মার্কেটের সামনে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হনুমানটি নীচে পড়ে যায় এবং সাথে সাথে তার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানকে অবহিত করলে তিনি বন বিভাগের তত্বাবধায়নে মৃত হনুমানের শেষ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। উলে­খ্য, এর আগে গত দুই মাস আগে একই স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অনুরূপ আরেকটি হনুমানের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.