পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতিকে বলির পাঠা বানিয়ে ভৌতিক কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমানকে বলির পাঠা বানিয়ে ২৫ জুলাই জেলা নেতৃবৃন্দের পরামর্শ ছাড়াই পৌরসভা ও হরিঢালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা ও জেলা নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক তোলপাড়া সৃষ্টি হয়েছে। জেলা নেতৃবৃন্দের বক্তব্যকে তোয়াক্কা না করে এ ধরনের কমিটি প্রকাশ করায়, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। গত ২৯ জুন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে বলেন ১ম শ্রেণীর পৌরসভার কমিটি ভাঙা কিংবা গড়ার কোন বিধান উপজেলা কমিটির নাই। তারপরও উপজেলা সভাপতি এসএম শামসুর রহমান সেই বক্তব্যকে তোয়াক্কা না করে এ ধরনের কমিটি প্রকাশ করায় ক্ষুব্ধ জেলা নেতৃবৃন্দ। অবিলম্বে উপজেলা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান। উল্লেখ্য ২৫ জুলাই পাইকগাছার ১ম শ্রেণীর পৌরসভা যুবলীগের আহবায়ক কমিটি ও হরিঢালী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। হাফিজুর রহমান রিন্টুকে আহবায়ক ও মিজানুর রহমান বাবু ও রাজেশ সানাকে যুগ্ম আহবায়ক করে এই ভৌতিক কমিটি প্রকাশ করা হয়। স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ অবিলম্বে উপজেলার যুবলীগের সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
কোন মন্তব্য নেই