Header Ads

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ+ খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন এ+ খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ জুলাই ১৪১টি টিকাদান কেন্দ্রে ৫-১১ মাস বয়সী ২ হাজার ৯৩৬ ও ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৮৪১ শিশুকে ভিটামিন এ+ খাওয়ানো হবে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এস,আই সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, সাংবাদিক আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, মাওঃ হাফেজ জালাল উদ্দীন, মাসুরুজ্জামান, শাহানারা পারভীন, কল্পনা রাণী দাশ, ছন্দা দাশ, নূরালী মোড়ল ও ব্র্যাকের প্রশান্ত রায়।

কোন মন্তব্য নেই

Maliketh থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.